ঐতিহ্যবাহী পূর্ব বড়ধলী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা


 ঐতিহ্যবাহী পূর্ব বড়ধলী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস

পূর্ব বড়ধলী মদিনাতুল উলুম দাখিল মাদরাসা একটি নাম, একটি ইতিহাস,একটি শিক্ষা প্রতিষ্ঠান, আজ থেকে প্রায় ৩০ বৎসর পূর্বে অত্র এলাকার কিছু আল্লাহভীরু সচেতন সুনাগরিকের সুচিন্তিত স্বপ্নের সোনালী ফসল সোনাগাজীর দক্ষিনাঞ্চলের সর্ববহৎ বিদ্যানিকেতন এতিহ্যবাহী পূর্ববড়ধলী এম,ইউ.দাখিল মাদ্রাসা। সাগর ¯œাত, উপকূলীয় ৬নং চর চান্দিয়া ইউনিয়নের পূর্ববড়ী গ্রামে ১৯৮৬ইং সালে প্রতিষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানটি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় জাতিকে যখন সৎ, যোগ্য, খোদাভীরু, আদর্শ সুনাগরিক উপহার দিতে অক্ষম তখনি অত্র এলাকায় সাধারন শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার অপূর্ব সমন্বয় সাধন করে জ্ঞান,বিজ্ঞান ও কুরআন, হাদীসের মাধ্যমে নৈতিকতাপূর্ণ, আদর্শ সুনাগরিক, দক্ষ মানব সম্পদ এবং যোগ্যতা সম্পন্ন আলেমেদ্বীন তৈরী করার লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানের জন্ম। নৈতিক ও চারিত্রিক উশৃংখলতার গড্ডালিকা প্রবাহে ভেসে যাওয়া জাতীর ভবিষ্যত বংশধরদের সত্যিকার সুশিক্ষায় শিক্ষিত করে নৈতিক মূলবোধ গঠন ও চারিত্রিক সুনাগরিক সৃষ্টি এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নে অত্র প্রতিষ্ঠান নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। একটি ছোট আকারের প্রতিষ্ঠান মাত্র ৩০ বৎসরে হাটি হাটি পা পা করে আজ ফেনী জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। ২০১২সালের ৪ঠা জানুয়ারী মদিনা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মাদরাসার মূল অফিস ভবন সম্পূর্ন পড়ে যায়। ক্ষনিকের মধ্যে আগুনের লেলিহান শিখায় ধবংস হয়ে যায় ২৭বৎসরের তিলে তিলে গড়ে উঠা মাদরাসার সফলতার সকল রেকর্ড পত্র, মূল্যবান ডুকোমেন্ট, আসবাব পত্র, ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের সকল সনদপত্র । মুহুর্তের অগ্নিকান্ড ক্ষতি হয় মাদরাসার প্রায় ৫০লক্ষ টাকার সম্পদ। আল্লাহর অশেষ রহমতে এলাকাবাসীর অভাবনীয় সহযোগীতা এবং ম্যানেজিং কমিটির দক্ষতা ও সময় উপযোগী পদক্ষেপ প্রতিষ্ঠানটি আবার বিশাল ফলবান বৃক্ষে পরিনত হয়েছে। ১৯৯৩ইং সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরীক্ষা দেওয়ার অনুমতি লাভ করে। ১৯৯৪ই সাল থেকে ১ম একাডেমিক স্বীকৃতি লাভ করে। ১লা জানুয়ারী ১৯৯৫ইং সাল থেকে মাদরাসার শিক্ষক/কর্মচারীদের সরকারী বেতন ভাতা চালু হয়। মাদ্রাসার কোর্ড নং-১৮১১৩ EIIN-১০৬৭৪২,Email- purbabaradhali106742@gmail.com.

মাদরাসাটিকে বর্তমান পর্যায়ে নিয়ে আসার পিছনে যার সবচেয়ে বেশী অবদান তিনি হচ্ছেন মাদরাসার বর্তমান প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটির সম্পাদক, এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমেদ্বীন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী। তার মেধা, যোগ্যতা, কর্মদক্ষতা, বলিষ্ঠ নেতৃত্ব এবং অধম্য সাহসের কারনে নিতান্ত পাড়াগাঁয়ে এই বিশাল শিক্ষালয় অন্ধকার রজনীতে পূর্ণিমার চাঁদের মত নিরক্ষর মানুষের মাঝে জ্ঞানের আলো বিতরণ করে আসছে। এই মহতিপূর্ণ মানবসেবা দিন দিন আরো বৃদ্ধি পারে ইনশাল্লাহ।

পরিশেষে এই প্রতিষ্ঠানটিকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিনত করার জন্য আল্লাহর রহমতের পাশাপাশি ছাত্র/শিক্ষক, অভিভাবক, এলাকার সর্বস্তরের জনসাধারনের দোয়া, সমর্থন, সুচিন্তিত মতামত এবং কাঙ্খিত সহযোগীতা একান্ত প্রয়োজন।

বর্তমান গভর্নিং বডির নামের তালিকা

নাম ক্যাটাগরি পদবী
ডাঃ মোঃ নুর উল্যাহ সভাপতি সভাপতি
মোহাম্মদ রুহুল আমিন সুপার সদস্য সচিব
মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী সদস্য প্রতিষ্ঠাতা সদস্য
আবদুল মোতালেব সদস্য বিদ্যুৎসাহী সদস্য
আবদুস সালাম সদস্য অভিভাবক সদস্য
আবদুল হালিম সদস্য অভিভাবক সদস্য

শিক্ষক-শিক্ষিকা কর্ণার

  • নুর মোহাম্মদ

    সহকারী মৌলভী

  • মুঃ নুরুল আমিন

    সহ-সুপার

  • মোঃ দেলোয়ার হোসেন

    সহকারী শিক্ষক

  • স্বপন কুমার রায়

    সহকারী শিক্ষক

  • মোহাম্মদ ছালেহ আহম্মদ

    সহকারী শিক্ষক

  • মোঃ শাহীন আলম

    সহকারী শিক্ষক

  • মোঃ রফিকুল ইসলাম

    ইবতেদায়ী ক্বারী

  • মোহাম্মদ শেখ ফরিদ

    অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

  • মরিয়ম আক্তার

    ইবতেদায়ী জুনিয়র শিক্ষক

  • মোঃ শাহাজান

    পরিচ্ছন্নতাকর্মী

  • গিয়াস উদ্দিন

    নৈশ প্রহরী

  • মোঃ ইসামইল হোসেন

    নিরাপত্তাকর্মী

  • জেসমিন আক্তার

    আয়া

More Links

youtube

Contact us

  • Cell: +8801813681589
  • E-Mail:purbabaradhali.106742@gmail.com
facebook twitter youtube youtube

© All Rights Reserved by Purba Bara Dhali Madinatul Ulum Dakhil Madrasah , 2015-2025.

Technical Support:   STITBD.