সাগরস্নাত সোনাগাজী উপজেলার পাখির কলতানের মুখরিত ছায়া ঢাকা নিভৃত পল্লি পূর্ব বড়ধলীতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পূর্ব বড়ধলী মদিনাতুল উলুম দা: মাদরাসা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মহান আল্লাহর একান্ত মেহেরবাণীতে অনেক ঘাত, প্রতিঘাত, প্রতিবন্ধকতা, প্রতিকূলতা ও প্রাকৃতিক দুর্যোগের সাথে সংগ্রামের মাধ্যমে সেই ইবতেদায়ী মাদরাসা থেকে বর্তমান দাখিল পর্যায়ে উন্নিত হয়েছে। আগামীতে দাখিল পর্যায়ে বিজ্ঞান বিভাগ, কম্পিউটার সায়েন্স এবং দাখিল ভোকেশনাল বিভাগ খোলার দৃঢ় ইচ্ছা রয়েছে ইনশাল্লাহ।
পূর্ব বড়ধলী এম.ইউ.দাখিল মাদরাসা অত্র এলাকার উল্লেখযোগ্য একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে অবহেলিত এই বিশাল এলাকায় সুশিক্ষার মশাল জ্বলে উঠেছে। উক্ত প্রতিষ্ঠানের অবদানে ছাত্র/ছাত্রীরা আজ দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, মাদরাসায় ও বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশে বিভিন্ন স্তরে জাতির খেদমত করে যাচ্ছে।
শিক্ষা মানুষের মৌলিক অধিকার, জাতীয় উন্নয়ন ও অগ্রগতির চাবিকাটি, আমাদের সমাজে শিক্ষিত মানুষের অভাব না থাকলেও সুশিক্ষিত ও আদর্শবান সুনাগরিকের যথেষ্ঠ অভাব পরিলক্ষিত হয়। এক্ষেত্রে মাদরাসা শিক্ষা একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা ব্যবস্থা। অত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসাবে গড়ে উঠে একটি আদর্শ ও দূর্নীতিমুক্ত সমাজ বিনির্মানে ছাত্র-ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আধুনিক জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় শিক্ষার্থীদের সফল বিচরণ করতে হবে। তাহলেই আগামী দিনের মুক্তি সোনালী সূর্য ছিনিয়ে আনা সম্ভব হবে।
আমি অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ, ছাত্র/ছাত্রী, অভিভাবক মন্ডলী, ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে অত্র প্রতিষ্ঠানটিকে সোনাগাজীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপ দিত ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের মিলিত সার্বিক সহযোগীতা কামনা করছি। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন, আমিন।
মোহাম্মদ রুহুল আমিন
সুপারিনটেনডেন্ট
পূর্ব বড়ধলী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা
ভূঞার বাজার, সোনাগাজী,ফেনী।