সোনাগাজী উপজেলার হাতে গণা কয়েকটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সংযোজিত আরো একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঐতিহ্যবাহী পূর্ব বড়ধলী মদিনাতুল উলূম দাখিল মাদরাসা। কুরআন হাদীস এবং আধুনিক শ্ক্ষিায় কল্যানমূখী জ্ঞান অর্জন, ইসলামী মূল্যবোধ সৃষ্টি এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নের একটি সুতিকাগার, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞানে পারদর্শিতা অর্জন করে অত্র প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। স্কুল, কলেজ মাদরাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শেষ করে অনেকে দেশের সরকারী, বেসরকারী সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার স্বাক্ষর রাখছে। সরকারী এবং বেসরকারী পর্যায়ে বিভিন্ন বৃত্তি অর্জন করে অত্র মাদরাসার ছাত্র/ছাত্রীরা প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করছে। ইবতেদায়ী সমাপনী, দাখিল ৮ম সমাপনী এবং দাখিল পাবলিক পরীক্ষায় বেশ কয়েক বছর সিংহভাগ পাশ করে উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। আমি আশা করি এই সাফল্যের ধারা আরো বৃদ্ধি পারে ইনশাল্লাহ।
বর্তমান মাদ্রাসার ছাত্র/ছাত্রীর সংখ্যা প্রায় ৭৫০জন। শিক্ষা, লেখা পড়ার ও জ্ঞান অর্জনের সাথে সাথে অত্র মাদরাসার ছাত্র/ছাত্রীরা সাংস্কৃতিক ও খেলাধূলায় সুনাম অর্জ অব্যাহত রেখেছে। আগামীতে তারা আরো ভালোভাবে জ্ঞান অর্জন করে দেশ ও জাতির আদর্শ সেবক হিসাবে আত্ম নিয়োগ করবে বলে আমি আশা করি।
ডা: মো: নুর উল্যাহ(এম.বি.বি.এস)
সভাপতি
পূর্ব বড়ধলী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা
ভূঞার বাজার, সোনাগাজী, ফেনী।